আমিরাতের সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা -মাজিদ আল ফুতাইম-,

গতকাল শুক্রবার, ১৭- ডিসেম্বর-২০২১ ইন্তেকাল করেন |
দুবাই যখন ছোট্ট একটি বন্দর, ছিল তখন-ঐ তিনি আমিরাতের ভবিষ্যত নিয়ে চিন্তা করতেন |
জনাব মজিদ আল-ফাতিম বিশ্ববিখ্যাত বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলির টেকসইভাবে অর্থনৈতিক ও মানব উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এবং এই পরিণতিকে বাস্তবতায় রূপান্তরিত করতে অক্লান্ত পরিশ্রম করেন তিনি |
বিশ্বস্ত সংবাদ মাধ্যম @খালিজ টাইমস: নিউজ দেখা যায়,
আমিরাতের বিভিন্ন প্রদেশের প্রেসিডেন্ট, উনাকে নিয়ে বেশ প্রশংসা মূলক উক্তি পেশ করে