আরব আমিরাতগামী প্রবাসীদের এয়ারপোর্টে

কি কি লাগবে,,,,,?
1- পাসপোর্ট।
2- টিকেট ২ কপি। (১ কপি করোনা টেস্ট করার সময় নিয়ে নেবে)
3- ৪৮ ঘন্টার ভিতর করোনা টেস্ট ২-৩ কপি (গেট দিয়ে ঢুকতেই তথ্য কেন্দ্রে ভেরিফাই করে নিবেন)
4- দুবাইর জন্য GDRFA এপ্রুবাল। শারজা বা অন্য জায়গার ভিসা ICA GREEN SINGNAL
6- 6 ঘন্টা আগে RT-PCR test এয়ারপোর্টে যেটা হবে।
ইমিগ্রেশন ফর্ম (ছোট) নিচে দেওয়া আছে।
7- (পি সি আর ল্যাব) সেখানে আপনি টিকেটের কপি + প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় এর ১টি ফর্ম আগে পুরন করে নিয়ে যাবেন।।।,,, নিচে দেওয়া আছে।
8- স্যমপল দেওয়ার ২ ঘন্টা পর আপনার কাছে মোবাইলে ১ টা মেসেজ আসবে আপনার রেজাল্ট। তারপর ROW-C এরিয়াতে মাইকিং করে নাম ডাকবে এবং রিপোর্ট পেয়ে যাবেন।
৬. তারপর সোজা বোর্ডিং কার্ডের জন্য কাউন্টারে আপনার যে এয়ারলাইন্স সেখানে চেক ইন করবেন।
মনে রাখবেন,
বিমান বন্দর রোড কন্সটাকশন কাজ চলতেছে তাই রাস্তায় ২/৩ ঘন্টা জেমে পরবেন। হাতে অবশ্যই বেশি সময় নেবেন।
7- আইডি কার্ড (আরব আমিরাতের)
দুবাইতে লেন্ড হওয়ার পর সাথে সাথে আবার পি সি আর টেস্ট নিবে ২/৩ মিনিটের মধ্যে। মনে রাখবেন আপনি মোবাইল নাম্বার যেটা দিতে চাচ্ছেন।
তারপর সোজা ইমিগ্রেশন কাউন্টার, সেখানে নতুন ভিজিটর আর পুরাতন ভিসা ধারিরা আলাদা কাউন্টার। জাস্ট পাসপোর্ট দেখবে পুরাতন ভিসা ধারিদের।
এরপর আপনি বাহির হয়ে যাবেন।