দুবাইয়ের এমিরেটস এয়ারলাইন ৮টি দেশের সাথে বিমান চলাচল নিষেধাজ্ঞা করেছে
এই সিদ্ধান্ত কার্যকর হবে: 28 ডিসেম্বর, 2021 থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত
নিচের ৮টি দেশ থেকে সরাসরি ফ্লাইট কিংবা ট্রানজিট সবকিছু সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে
1- লুয়ান্ডা (অ্যাঙ্গোলা প্রজাতন্ত্র)
2- কোনাক্রি (গিনি প্রজাতন্ত্র)
3- নাইরোবি (কেনিয়া প্রজাতন্ত্র)
4- দার এস সালাম (তানজানিয়া ইউনাইটেড রিপাবলিক)
5- এন্টেবে (উগান্ডা প্রজাতন্ত্র)
6- আক্রা (ঘানা প্রজাতন্ত্র)
7- আবিদজান (কোট ডি'আইভরি প্রজাতন্ত্র)
8- আদ্দিস আবাবা (ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইথিওপিয়া)
