আজ "আন্তর্জাতিক আরবি ভাষা দিবস" 18 December 2021
দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা অনেকেই জানিনা ,আন্তর্জাতিক আরবি ভাষা দিবসের প্রেক্ষাপট, করণীয়, কি ?
আজকে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস । ১৯৭৩ সালের আজকের এই দিনে জাতিসংঘ এই ভাষাকে তার দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয় |
জাতিসংঘ প্রতিষ্ঠালগ্নে দাপ্তরিক ভাষা ছিল ৫টি। পরে আরব নেতাদের প্রচেষ্টায় ১৯৭৩ সালে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে আরবিকে অন্তর্ভুক্ত করা হয়। সর্বশেষ আরবি ভাষার গুরুত্ব অনুধাবন করে ২০১২ সালের অক্টোবরে ইউনেসকো নির্বাহী পরিষদ বৈঠকের ১৯০তম অধিবেশনে ১৮ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক আরবি ভাষা দিবস’ ঘোষণা করা হয়। এরপর থেকে এ দিনটি ‘আন্তর্জাতিক আরবি ভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।
আসুন আরবী ভাষাকে শত্রুর সকল আক্রমন থেকে রক্ষার শপথ নেই ৷
ওরিযেন্টালিস্টদের কর্মকান্ডে যেই শক্তিগুলো প্রেরণা যুগিয়ে থাকে তার মাঝে একটি হল রাজনৈতিক ও সাম্রাজ্যবাদী প্রেরণা শক্তি ৷ এক্ষেত্রে তাদের লক্ষগুলোর মধ্যে একটি হলো— আরবী ভাষার উপর আক্রমন করা ৷
মুসলিমদের নিজ মাযহাবের উৎসব থেকে দূরে সরাতে প্রয়োজন আরবী ভাষার সঙ্গে তাদের বিদ্যমান সম্পর্ক কেটে দেওয়া ৷ এ প্রেক্ষাপটে তারা আরবী ভাষার সাহিত্যমানের উপর প্রশ্ন তুলে এবং আরবী ভাষার ভেতরে ইউরোপিয়ান শব্দ ঢুকিয়ে মূল আদি রূপ বিকৃত করার পরিকল্পনা গ্রহন করে ৷
@Abdur Rahman Bin Noor
জামিয়া শারইয়্যাহ মালিবাগ
Editation: @দুবাই নিউজ 24
